এলপিজি : লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি একটি বিশুদ্ধ গ্যাসিয়াস হাইড্রোকার্বনের মিশ্রণ যা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল প্রক্রিয়াজাত করার সময় উপজাত হিসাবে পাওয়া যায়। এলপিজি প্রোপেন (C3 H8) এবং বিউটেন (C4 C10) এর মিশ্রণ যাতে বিউটেনের প্রধান্য বেশি থাকে। এলপিজি সাধারণত রান্নার কাজে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া অনেক পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এলপিজি কাচাঁমাল হিসেবে ব্যবহৃত হয়।